Saturday, November 9, 2013

পুলিস হেফাজতে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয়েছিল গত ২রা এপ্রিল। সেই নির্মম মৃত্যুর পর ৮ই নভেম্বর সুদীপ্ত’র প্রথম জন্মদিন। শত সহস্র ব্যথা বুকে নিয়ে সুদীপ্তর সাথীরা তাঁর জন্মদিন পালন করেছে। সুদীপ্ত জন্মদিন আবার একবার যন্ত্রনা দিয়েছে সন্তানহারা পিতাকে। শুধু তাঁর বন্ধু, সহকর্মী বা পরিবার পরিজনেরাই নয়, আমরা কেউই ভুলতে পারিনি সুদীপ্ত’র জীবনদান। রাজ্যে একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও পুলিস হেফাজতে এই অমানবিক মৃত্যুর কোনো ন্যায়বিচার হয়নি। ৬ মাস পেরিয়ে যাওয়া সত্ত্বেও শাস্তি পায়নি এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি তথা পুলিস বিভাগ।

Ganashakti

No comments:

Post a Comment