Saturday, July 6, 2013

ABTA: নৈরাজ্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি


কলকাতা, ৫ই জুলাই— রাজ্যজুড়ে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে ফের তীব্র প্রতিবাদ জানালেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। শুক্রবার কলেজ স্ট্রিটে আয়োজিত এক প্রতিবাদ সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানান তাঁরা। এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটির উদ্যোগে এই সভা হয়। সভায় কামদুনি, গেদেসহ রাজ্যের বিভিন্ন এলাকায় গত দু’বছর ধরে ঘটে চলা ধর্ষণ, নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ করেন তাঁরা। তাঁরা বলেন, প্রতিটি ঘটনাকেই তুচ্ছ ঘটনা বলে চিহ্নিত করে সম্পূর্ণ উদাসীন রাজ্য সরকার। একদিকে নারী নির্যাতন ও খুন, অন্যদিকে শিক্ষায় নৈরাজ্য, শিক্ষক-ছাত্র নিগ্রহ ও হত্যার মতো ঘটনা ঘটে চলেছে অহরহ। কঠোর শাস্তি হওয়ার বদলে বেশিরভাগ ক্ষেত্রেই ছাড়া পেয়ে যাচ্ছে দোষীরা। অবিলম্বে এই দোষীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এই নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আরো ব্যাপক আকারে আন্দোলনে নামবেন শিক্ষক শিক্ষিকারা।

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চিন্ময়ী দে, মৃন্ময় রায়, প্রিয় নিয়োগী, বিপ্লব তিলক, জ্যোৎস্না রায়, ফরজুল ইমাম, রণজিৎ মজুমদার, লৎফুন আলম প্রমুখ শিক্ষক আন্দোলনের বিভিন্ন নেতৃত্ব। তাঁরা বলেন, পার্ক স্ট্রিট কাণ্ডকে তুচ্ছ ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে দেখা গেল তা মোটেই তুচ্ছ নয়। নৃশংসতার সীমা ছাড়ালো কামদুনি। কলেজ ছাত্রী ধর্ষিতা ও খুন হয়ে গেল দুষ্কৃতীদের হাতে। গেদে, রানীতলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি। কোনো হেলদোল নেই সরকারের। পুলিসও সরকারের কথামতোই চলছে। এবার প্রয়োজন সবাই মিলে একজোটে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হওয়া। সেই পথেই এবার নেমেছেন রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

এদিন নেতৃবৃন্দ বলেন, গত দু’বছর ধরে সন্ত্রাস তীব্র আকার নিয়েছে রাজ্যে। শিক্ষক নিগ্রহ ও হত্যা বেড়েছে। অন্যায়ের প্রতিবাদ করলেই তাঁকে মেরে ফেলার চেষ্টা চলছে। খুনও করা হচ্ছে। মিত্র ইন্সটিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাসকে এক বছর আগে ঠিক এভাবেই নিহত হতে হয়েছে দুষ্কৃতীদের হাতে। কামদুনির বাসিন্দাদের যাঁরা ধর্ষণ- হত্যার প্রতিবাদ করেছেন তাঁদের মাওবাদী আখ্যা পেতে হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা সেখানে বিক্ষোভ দেখিয়েছেন বলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চলছে। এসবের বিরুদ্ধেই বারবার পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।

- See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=43244#sthash.5ErfMLwL.dpuf

No comments:

Post a Comment