নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ৫ই জুলাই — মাথাভাঙায় ফের ধর্ষণের অভিযোগ উঠলো এলাকার এক পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। কয়েকদিন আগে কুর্শামারিতে ধর্ষণের ঘটনার এখনও কোনো কিনারা না হতেই ধর্ষণের আর একটি থানায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে পচাগড় গ্রাম পঞ্চায়েতের অধীন মাথাভাঙা শহর লাগোয়া গুয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এদিন সকালে মুষলধারে বৃষ্টি হবার সময় গ্রামের এক মুসলিম বিধবা মহিলার (৪০) ঘরে ঢুকে পড়ে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত সলেমন মিঞা নামে এক যুবক। ওই মহিলার দুই সন্তান। একজন কাজের জন্য ভিনরাজ্যে থাকে। অন্যজন বাড়িতে ছিল না। এই সুযোগ নিয়েই ওই তৃণমূলী যুবক ওই মহিলার ঘরে ঢুকে পড়ে জোর করে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই মহিলা সলেমন মিঞার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। কিন্তু তাকে বিকেল পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় তীব্র নিন্দা করেছে গণতান্ত্রিক মহিলা সমিতি।
- See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=43245#sthash.e9hraU76.dpuf
No comments:
Post a Comment